জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া লিরিক্স
Janina Phurabe kobe Ei Path Chawa Lyrics
গান: জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
অ্যালবাম: সবার উপরে (১৯৫৫, বাংলা ছায়াছবি)
অ্যালবাম: সবার উপরে (১৯৫৫, বাংলা ছায়াছবি)
গায়িকা: সন্ধ্যা মুখোপাধ্যায়
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত পরিচালনা: রবিন চট্টোপাধ্যায়
সঙ্গীত পরিচালনা: রবিন চট্টোপাধ্যায়
Song: E Gaane Prajapati Pakhay Pakhay Rong Choray
Album: Sabar Oparey (1955, Bangla Film)
Singer: Sandhya Mukherjee
Lyricist: Gauri Prasanna Mazumder
Music Director: Robin Chatterjee
Music Director: Robin Chatterjee
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
পদধ্বনি শুনে তার আমি বারে বারে
পদধ্বনি শুনে তার আমি বারে বারে
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
পদধ্বনি শুনে তার আমি বারে বারে
পদধ্বনি শুনে তার আমি বারে বারে
ছুটে যাই দ্বারে ভুল ভেঙ্গে যায়
আমারে কাঁদায়ে শুধু খেলা করে হায়
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
আকাশে উঠেছে ঝড়
কান পেতে শুনি তার ভাষা
তবে কি বেঁধেছি আমি
আমারে কাঁদায়ে শুধু খেলা করে হায়
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
আকাশে উঠেছে ঝড়
কান পেতে শুনি তার ভাষা
তবে কি বেঁধেছি আমি
বালুচরে বাসা
বালুচরে বাসা
দীপ বুঝি নিভে যায় মন নাহি মানে
বালুচরে বাসা
দীপ বুঝি নিভে যায় মন নাহি মানে
দীপ বুঝি নিভে যায় মন নাহি মানে
তবু তার পানে চেয়ে থাকি হায়
সহিতে পারি না তার এই নিভে যাওয়া
চেয়ে থাকি হায়
সহিতে পারি না তার এই নিভে যাওয়া
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
তবু তার পানে চেয়ে থাকি হায়
সহিতে পারি না তার এই নিভে যাওয়া
চেয়ে থাকি হায়
সহিতে পারি না তার এই নিভে যাওয়া
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া