এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায় লিরিক্স
E Gaane Prajapati Pakhay Pakhay Rong Choray Lyrics
গান: এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়
অ্যালবাম: দেয়া নেয়া (১৯৬৩, বাংলা ছায়াছবি)
Song: E Gaane Prajapati Pakhay Pakhay Rong Choray
Album: Deya Neya (1963, Bangla Film)
Singer: Sandhya Mukherjee
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়
এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়
এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়।
সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে
সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে
গানে আমার কে যে দিল সুর
গানে আমার কে যে দিল সুর
সে তো জানিনা, সে তো জানিনা
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়
এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়।
আমার এ গান সুনীল সাগর কুলে
মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে
লালালা লালালা লালালা…
আমার এ গান সুনীল সাগর কুলে
মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে
লালালা লালালা লালালা…
সে কার বাঁশিতে, চায় যে হাসিতে
সে কার বাঁশিতে, চায় যে হাসিতে
কাছে আমার আসে কেনো দুর
কাছে আমার আসে কেনো দুর
সে তো জানি না সে ত জানিনা
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়
এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়।
অ্যালবাম: দেয়া নেয়া (১৯৬৩, বাংলা ছায়াছবি)
গায়িকা: সন্ধ্যা মুখোপাধ্যায়
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত পরিচালনা: শ্যামল মিত্র
সঙ্গীত পরিচালনা: শ্যামল মিত্র
Song: E Gaane Prajapati Pakhay Pakhay Rong Choray
Album: Deya Neya (1963, Bangla Film)
Singer: Sandhya Mukherjee
Lyricist: Gauri Prasanna Mazumder
Music Director: Shyamal Mitra
Music Director: Shyamal Mitra
এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়
এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়।
সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে
সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে
গানে আমার কে যে দিল সুর
গানে আমার কে যে দিল সুর
সে তো জানিনা, সে তো জানিনা
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়
এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়।
আমার এ গান সুনীল সাগর কুলে
মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে
লালালা লালালা লালালা…
আমার এ গান সুনীল সাগর কুলে
মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে
লালালা লালালা লালালা…
সে কার বাঁশিতে, চায় যে হাসিতে
সে কার বাঁশিতে, চায় যে হাসিতে
কাছে আমার আসে কেনো দুর
কাছে আমার আসে কেনো দুর
সে তো জানি না সে ত জানিনা
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়
এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়।