কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics
গান: কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
অ্যালবাম: Hits of Manna Dey Volume 2
গায়ক: মান্না দে
লিরিক্স রচনা: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত পরিচালনা: সুপর্ণকান্তি ঘোষ
লিরিক্স>>>
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
লা লা লা লা লা লা লা লা লা লা
নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোন খবরে
গ্রান্ডের গিটারিষ্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুকছে দুরন্ত ক্যানসারে জীবন করেনি তাকে ক্ষমা হায়
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে
গাড়ি বাড়ি সব কিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ স্যান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক স্রোতা হয়ে
ডিসুজা টা বসে শুধু থাকতো
ও ও ও ও
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
লা লা লা লা লা লা লা লা লা লা
একটা টেবিলে সেই তিনচার ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
লা লা লা লা লা লা লা লা লা লা
কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলোনা কোথাও ছাপা পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোস্যালে ম্যামেচার নাটকে রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই
সেই সাতজন নেই আজ, টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজো খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালি নেই
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এলো গেল কতজনই আসবে
কফি হাউজটা শুধু থেকে যায়
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
লা লা লা লা লা লা লা লা লা লা
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
For more information visit: www.alwaysfreethinking.blogspot.com
আরও পড়ুন: ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি লিরিক্স
আরও পড়ুন: নূপুরের গুঞ্জনে বনবিথী উতলা ফুলসাজে শ্রীমতী অভিসারে যায় লিরিক্স
Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics
গান: কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
অ্যালবাম: Hits of Manna Dey Volume 2
গায়ক: মান্না দে
লিরিক্স রচনা: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত পরিচালনা: সুপর্ণকান্তি ঘোষ
লিরিক্স>>>
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
লা লা লা লা লা লা লা লা লা লা
নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোন খবরে
গ্রান্ডের গিটারিষ্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুকছে দুরন্ত ক্যানসারে জীবন করেনি তাকে ক্ষমা হায়
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
[আরও পড়ুন: ন্যানো টেকনোলজি যেভাবে বদলে দিতে পারে আগামী পৃথিবী]
শুনেছি তো লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে
গাড়ি বাড়ি সব কিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ স্যান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক স্রোতা হয়ে
ডিসুজা টা বসে শুধু থাকতো
ও ও ও ও
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
লা লা লা লা লা লা লা লা লা লা
একটা টেবিলে সেই তিনচার ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
লা লা লা লা লা লা লা লা লা লা
কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলোনা কোথাও ছাপা পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোস্যালে ম্যামেচার নাটকে রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই
সেই সাতজন নেই আজ, টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজো খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালি নেই
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এলো গেল কতজনই আসবে
কফি হাউজটা শুধু থেকে যায়
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
লা লা লা লা লা লা লা লা লা লা
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই
For more information visit: www.alwaysfreethinking.blogspot.com
আরও পড়ুন: ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি লিরিক্স
আরও পড়ুন: নূপুরের গুঞ্জনে বনবিথী উতলা ফুলসাজে শ্রীমতী অভিসারে যায় লিরিক্স